নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল শেখ (৩৭) নামে এক জুতা ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার পুরুলিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল শেখ ওই গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। উপজেলার চাচুড়ি বাজারে তার জুতা স্যান্ডেলের দোকান রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পুরুলিয়া পূর্বপাড়ায় শেখ ও সরদার নামে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। পুরুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে সোমবার (২৬ জুন) মসজিদ কমিটির বর্তমান সভাপতি মোস্তাক আহমেদ কিসলু শেখ ও আগের সভাপতি শাহাদত সরদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। শেখদের নেতৃত্বদানকারী জাকির শেখ ও সরদারের নেতৃত্বদানকারী নয়ন সরদার, ফিরোজ সরদার ও হালিম গাজীর মধ্যে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নয়ন সরদার, ফিরোজ সরদার ও হালিম গাজীর নেতৃত্বে ২৫-৩০ জন জাকির শেখের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় জাকির শেখ, ইমরুল শেখ ও কামরুল শেখ, সবুর শেখ, মানছুর শেখ এবং মঞ্জুর শেখকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ ও ডা. শামীমুর রহমান বলেন, সকাল ৮টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়ার কামরুল শেখসহ আরও ৫ জনকে জরুরি বিভাগে আনা হয়। কামরুল শেখ হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিত বলা যাবে।
নড়াইল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) প্রবির কুমার রায় বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটানাকে পুঁজি করে কেউ লুটপাটসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মোতায়েন আছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।