ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : পুরান ঢাকার সূত্রাপুর এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রেম ভাই’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এছাড়াও এতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ।
নাটকটির গল্প লিখেছেন সজিব খান, সংলাপ রচনা করেছেন সেজান নুর, এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাজমুল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।
নাটকের কাহিনী সম্পর্কে পরিচালক বিস্তারিত কিছু না জানালেও, জানা গেছে যে, ‘প্রেম ভাই’ দুই বছর ধরে সূত্রাপুর এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করে আসছেন। বিশেষ করে প্রেমিক-প্রেমিকাদের সমস্যার সমাধানে তিনি সবচেয়ে বেশি সক্রিয়।
প্রেম ভাই এলাকায় থেকে যাওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু চাকরি বা ব্যবসা না থাকায় তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে প্রেম ভাই নতুন এক মিশনে নামেন।
এই মিশনের কারণে তিনি রাতারাতি এলাকার প্রেমিক-প্রেমিকাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তবে তিনি ঠিক কী কাজ করছেন, তা জানতে হলে দর্শকদের নাটকটি দেখতে হবে।
প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভির ব্যানারে প্রায় ২০টি বিশেষ নাটক মুক্তি পাবে। চাঁদ রাত থেকে নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। সূএ : বাংলাদেশ প্রতিদিন