সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে গতকাল রবিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা? ট্রাম্প জানিয়েছেন, ‘কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে খুব শিগগিরই বৈঠক হবে।
ট্রাম্প বলেছেন, তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে।
তিনি বলেন, ‘আমার মনে হয়, পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান।
রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হবে। সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা