সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে গ্রেফতার করা হয়।
আজ ভোররাতে নগরী সাহেব বাজার জিরো পয়েন্ট বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার মুরাদ ওই এলাকার নবাবজান শেকের ছেলে। এ সময় তার কাছে একটি করে বিদেশি পিস্তল, (মেইড ইন ইউএসএ), ম্যাগাজিন, গুলি এবং দুটি করে মোবাইল ও সীম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মহানগরীর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও অজ্ঞাত গ্রুপ তাদের নিজের কাছে রক্ষিত অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি সঞ্চার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যা ইতোমধ্যেই মহানগরীর বিভিন্ন উপজেলায় আধিপত্য বিস্তার, অন্ত কোন্দল, চাঁদাবাজি, ছিনতাই এর মত ঘটনাতেও প্রদর্শন ও গোলাগুলিতেও ব্যবহৃত হয়েছে। এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব কর্তৃক এই দুষ্কৃতকারী চক্র কে সর্বদাই ছায়া অনুসরণ ও পর্যবেক্ষণ করা হয়। র্যাব-৫, সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাফ ডজন মামলার আসামি মুরাদ শেখ অরফে ককটেল মুরাদ এর হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করে আসছে।
র্যাব আরও জানায়, এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য তারিখে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার (বড়কুঠি মাস্টারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আসামীর নিজ শয়ন কক্ষের ভিতরে কাপড়ের স্তূপের ভিতরে লুকানো অবস্থায় ০১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইতঃপূর্বেও উক্ত আসামি বিপুল পরিমাণ ককটেল সহ ধৃত হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।