ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ আহবান জানান তিনি।
পোস্টে জামায়াত আমির বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ সময়টাতে আপনারা পিপাসার্ত মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করুন।
আল্লাহ তায়ালা দেশ এবং দেশের জনগণকে তার রাহমার চাদরে ঢেকে রাখুন। আমিন।’
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে এরইমধ্যে বিভিন্ন স্থানে পথচারী ও পিপাসার্ত মানুষের মাঝে খাবার পানি বিতরণ করা হচ্ছে। শনিবারও রাজধানীর পল্টন এলাকায় বোতলজাত পানি বিতরণের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় অন্য নেতারা উপস্থিত ছিলেন।