ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের দিক থেকে মোটরসাইকেলটি গড়েয়ার দিকে যাচ্ছিল। এসময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটি অভারটেক করতে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের চাকার নিচে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে ও ঘটনা স্থলে পুলিশ কাজ করছে।