ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রণের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
রোববার এক যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব হাসান আরিফ এ ধন্যবাদ জানান বলে দলের সদস্য সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে শেখ হাসিনা রেজিম ইসরাইলের সঙ্গে গোপন আঁতাতের অংশ হিসেবে পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরাইল’ মুছে দেয়। এছাড়া ইসরাইল থেকে প্যাগাসাস নামক আড়িপাতার সফটওয়্যার কিনে বাংলাদেশের জনগণের ওপর নজরদারি করে। তবে এ বিষয়ে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো রহস্যজনক নীরবতা পালন করে। তারা পুরোপুরি ইস্যুটি এড়িয়ে যায়।
কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর চব্বিশের জুলাই বিপ্লবে জড়িত ছাত্রজনতার রাজনৈতিক এজেন্সি গড়ে উঠতে শুরু করলে বাংলাদেশে ফিলিস্তিন অন্যতম প্রধান জাতীয় ইস্যু হতে শুরু করে। এরমধ্যে গত ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশের দুই মাসের মাথায় ৭ ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত সাপ্তাহিক সংহতি কর্মসূচি শুরু করে। এর ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রণের দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলনের ডাক দেন।
তবে এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে গত ১৮ মার্চ সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দলের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে ইতিবাচক। তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা তার আশ্বাস অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা চলার সময় সবাই যখন নির্বিকার বসে আছে তখন বাংলাদেশ সরকার ইসরাইলের বিরুদ্ধে একটি পরিষ্কার বার্তা দিয়েছে যে কলোনিয়াল দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরের বাইরেও বিশ্ব মানবতার প্রতিরোধ ও প্রত্যাখ্যান জারি রয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মুসলমানের নেতৃত্ব প্রদান করার মর্যাদায় উন্নীত হয়েছে।
বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব হাসান আরিফ জানান, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে স্টুডেন্টস ফর সভরেইনইটি, ইনকিলাব মঞ্চ ও ফ্যাসিবাদ নিষিদ্ধকরণ আন্দোলন সোচ্চার ভূমিকা পালন করেছে।