ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পারিবারিক বিরোধ নিয়ে দ্বন্দ্বে বরিশাল সদর উপজেলার কাশিপুরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও যুবকের ছোট ভাই ও বোনকে গুরুতরভাবে আহত করা হয়েছে। ঘরে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক হলো বিল্ববাড়ী গ্রামের নজির সিকদারের ছেলে লিটু সিকদার (৪২)। আহত হয়েছে তার ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি (৩৮)।
আহত মুন্নি জানান, একই গ্রামের বাসিন্দা স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি এ নিয়ে তিনি ও স্বামী পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে তার ভাই লিটু সিকদার বাড়িতে আসেন। তখন একদল লোক তাদের উপর হামলা করে ঘরে ভাঙচুর ও আগুন দিয়েছে। এছাড়াও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তাদেরও কুপিয়ে পিটিয়ে আহত করেছে। এ ঘটনার বিচার দাবী করেছেন মুন্নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুপিয়ে লিটুর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। বোন ও ছোট ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদারকে কল করা হলে ব্যস্ত বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।