ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় পারিবারিক কোন্দলের জেরে ছেলে খোকন মজুমদারের (৪০) এলোপাতাড়ি দায়ের কোপে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবা বিনোদ বিহারী মজুমদার (৭২)।
মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর গা ঢাকা দেওয়া ঘাতক ছেলে খোকন মজুমদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে আটক করে পুলিশ।
জানা যায়, জমি বিক্রয়ের টাকা বণ্টনকে কেন্দ্র করে বাবা-ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বাবা বিনোদ বিহারী মজুমদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছেলে খোকন মজুমদার। ঘটনার পর স্বজনরা আহত বিনোদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি।
পরে একইদিনের গভীর রাতে ঘাতক ছেলে খোকন মজুমদারকে চট্টগ্রামের পাচলাইশ থানা পুলিশের সহায়তায় চমেক এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় নিহত বিনোদ বিহারী মজুমদারের স্ত্রী বাদী হয়ে ছেলে খোকন মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, মামলা রুজু হওয়ার আগেই ঘটনার রহস্য উদঘাটন পূর্বক আসামি খোকন মজুমদারকে আটক করেছিল পুলিশ। মামলা রুজু হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।