ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গুলশান থানাধীন পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই সামি (৩০) খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই জানে আলম পলাতক রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সামিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই মনির হোসেন জানান, জানে আলম ও সামি সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
গুলশান থানার পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।