স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ‘ব্যাড বয়’ খ্যাতিটা অনেক আগেই পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপরও ক্রিকেটীয় কর্মকাণ্ডে জড়িয়ে হয়েছেন খবরের শিরোনাম। আরটিভি
জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও হয়ে পড়েন অনিয়মিত। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) পাননি দল। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন নাসির।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটের মর্যাদা পূর্ণ এই ওয়ানডে লিগে নিজেকে মেলে ধরতে চান নাসির। এই লিগকে সামনে রেখে নিজের লক্ষ্যও ঠিক করে ফেলেছেন এই অলরাউন্ডার।
মিরপুরের একাডেমি মাঠে রোববার অনুশীলনের সময় গণমাধ্যমে নাসির বলেন, ‘অনেক দিন ধরেই আমি খেলার বাইরে। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি, তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। তাই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সব টুর্নামেন্টই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমার জন্য একটা সুযোগ। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয় দলের কাছাকাছি আসতে পারি। এটাই ফোকাস থাকবে।
বিপিএলে সুযোগ না পেলেও নাসিরের প্রত্যাশা সুযোগ যেখানেই হোক, সেখানে ভালো খেলার চেষ্টা করবেন।
[১]বাসদের নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ≣ অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ ≣ [১] শিগগিরই গ্রেপ্তার হচ্ছে পিকে হালদার, জানালেন দুদক আইনজীবী
‘যেখানেই খেলি না কেন সব সময় পারফর্ম করার চেষ্টা করি। আমার মতো সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়, আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি। পারফর্ম না করলে তো যেতে পারবেন না। তাই ওই জিনিস নিয়ে চিন্তা করতে গিয়ে পারফরম্যান্স খারাপ করলে হবে না। ডিপিএলে কীভাবে পারফর্ম করব, কীভাবে দলকে জেতাব এটাই এখন আমার মনোযোগ। পারফর্ম করলে সহজ হবে।’