পায়ুপথের রোগ এনাল ফিস্টুলা

ছবি সংগৃহীত
এই ফোঁড়া কোনো এক সময় বাইরে এবং পায়ুপথের ভিতরে ফেটে যায়। এভাবে ফেটে গিয়ে সে পায়ুপথের সঙ্গে বাইরের একটি ড্রেন বা নালি তৈরি করে। এই ড্রেন দিয়ে এরপর পায়ুপথ থেকে পুঁজ, রক্ত ইত্যাদি বাইরে আসতে থাকে। এটিই এনাল ফিস্টুলা

রফিক আহমেদ (ছদ্মনাম) গিয়েছিলেন ইউরোপে উচ্চশিক্ষা নিতে। সেখানে থাকাকালীন তার পায়ুপথে বেশ ব্যথা, পরবর্তীতে পুঁজ যেতে থাকে। তিনি তাড়াতাড়ি একটি হাসপাতালে যান, যেখানে তাঁর ইন্সুরেন্সের অধীনে চিকিৎসা হবে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তাকে বললেন, আপনার যে রোগ হয়েছে তাঁর নাম ফিস্টুলা ইন এনো (Fistula in Ano) এটি একটি জটিল রোগ এবং এর চিকিৎসা হচ্ছে অপারেশন। ফিস্টুলার নালিটি কেটে ফেলে দিতে হবে। তারপর তারা বলল, “তবে তার একটি আধুনিক চিকিৎসা এসেছে আপনি চাইলে সেটি নিতে পার। আধুনিক চিকিৎসা কে না নিতে চায়, তাও আবার বিদেশের হাসপাতালে। তার চিকিৎসা হলো। কিন্তু, রোগ আর ভালো হয় না। রফিক সাহেবের রোগ আরও বেড়ে যায়, ব্যথায় তিনি বসতে পারেন না । যাই হোক বিভিন্ন ব্যয় বহন করতে না পেরে এবং রোগের যন্ত্রণায় তিনি দেশে ফিরে এলেন। এসে চিকিৎসকের কাছে গেলেন। দেখা গেল তাঁর ফিস্টুলার অবস্থা ভয়াবহ। ইনফেকশন হয়ে তাঁর পুরো পায়ুপথ ফুলে গেছে এবং সেখান থেকে পুঁজ পড়ছে। যাই হোক তাকে বলা হলো, “আপনি হাসপাতালে ভর্তি হন তাড়াতাড়ি অপারেশন করতে হবে”। তিনি কথামত কাজ করলেন। অপারেশন হলো, ইনজেকশনের কারণে তার সেরে উঠতে বেশ কিছুদিন লাগল। তবে তিনি বর্তমানে সুস্থ। প্রকৃতপক্ষে রফিক সাহেবকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, অর্থাৎ লেজার থেরাপিতা এখনো ফিস্টুলার চিকিৎসা হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বলতে গেলে কোথাও কোথাও পরীক্ষামূলক পর্যায়ে আছে। এনাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি জটিল রোগ। বাংলায় এই এনাল ফিস্টুলাকে বলা হয় ভগন্দর বা নালি। পায়ুপথের ভিতরে থাকে কিছু গ্রন্থি এবং পায়ুপথে থাকে কোটি কোটি জীবাণু। এই জীবাণু গ্রন্থির মাধ্যমে পায়ুপথের চারদিকের স্থানসমূহে ছড়িয়ে পড়ে এবং ফোঁড়া বা অ্যাবসেস তৈরি করে। এই ফোঁড়া কোনো এক সময় বাইরে এবং পায়ুপথের ভিতরে ফেটে যায়। এভাবে ফেটে গিয়ে সে পায়ুপথের সঙ্গে বাইরের একটি ড্রেন বা নালি তৈরি করে। এই ড্রেন দিয়ে এরপর পায়ুপথ থেকে পুঁজ, রক্ত, মল ইত্যাদি বাইরে আসতে থাকে। এটিই এনাল ফিস্টুলা। রোগীর পায়ুপথের বাইরে সাধারণত (দুই ইঞ্চির মধ্যে) একটি মুখ দিয়ে এই পুঁজ রক্ত ইত্যাদি বের হতে থাকে। রোগীরা অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা করেন না বা সঠিক চিকিৎসা করেন না, তখন ফিস্টুলা নানা দিকে ডালপালা বিস্তার করে। একে কমপ্লেক্স ফিস্টুলা বলে। অনেক সময় বাইরে একাধিক মুখও তৈরি হয়। এনাল ফিস্টুলা একটি জটিল রোগ। এটি পুরোপুরি নির্মূল করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এনাল ফিস্টুলার চিকিৎসা অপারেশন এবং এই অপারেশনের পর রোগী ভালো হতেও সময় নেয়। বর্তমানে কিছু আধুনিক অপারেশন যেমন- (LIFT) (ligation of intersphincteric fistula tract) এসেছে যেগুলোতে মোটামুটি তাড়াতাড়ি ভালো হয়। কিন্তু বিশ্বব্যাপী ফিস্টুলা অপারেশনের পরও আবার হয়। যুক্তরাষ্ট্রে এনাল ফিস্টুলা আবার হওয়ার হার ৩০ শতাংশ। তবে এসব ক্ষেত্রে অবহেলা না করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া উত্তম। অন্যথায় একটা পর্যায়ে জটিলতাার আশঙ্কা থাকে।

 

-অধ্যাপক ডা. এসএমএ এরফান, কোলোরেক্টাল সার্জন, ঢাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, পান্থপথ, ঢাকা।   সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীকাল আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

» দেশি-বিদেশি অস্ত্র গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্য গ্রেফতার

» উদ্বোধনের স্থানেই পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই

» ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন স্পিকার

» ‘প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার’

» নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ জুলাই

» রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

» সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পায়ুপথের রোগ এনাল ফিস্টুলা

ছবি সংগৃহীত
এই ফোঁড়া কোনো এক সময় বাইরে এবং পায়ুপথের ভিতরে ফেটে যায়। এভাবে ফেটে গিয়ে সে পায়ুপথের সঙ্গে বাইরের একটি ড্রেন বা নালি তৈরি করে। এই ড্রেন দিয়ে এরপর পায়ুপথ থেকে পুঁজ, রক্ত ইত্যাদি বাইরে আসতে থাকে। এটিই এনাল ফিস্টুলা

রফিক আহমেদ (ছদ্মনাম) গিয়েছিলেন ইউরোপে উচ্চশিক্ষা নিতে। সেখানে থাকাকালীন তার পায়ুপথে বেশ ব্যথা, পরবর্তীতে পুঁজ যেতে থাকে। তিনি তাড়াতাড়ি একটি হাসপাতালে যান, যেখানে তাঁর ইন্সুরেন্সের অধীনে চিকিৎসা হবে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তাকে বললেন, আপনার যে রোগ হয়েছে তাঁর নাম ফিস্টুলা ইন এনো (Fistula in Ano) এটি একটি জটিল রোগ এবং এর চিকিৎসা হচ্ছে অপারেশন। ফিস্টুলার নালিটি কেটে ফেলে দিতে হবে। তারপর তারা বলল, “তবে তার একটি আধুনিক চিকিৎসা এসেছে আপনি চাইলে সেটি নিতে পার। আধুনিক চিকিৎসা কে না নিতে চায়, তাও আবার বিদেশের হাসপাতালে। তার চিকিৎসা হলো। কিন্তু, রোগ আর ভালো হয় না। রফিক সাহেবের রোগ আরও বেড়ে যায়, ব্যথায় তিনি বসতে পারেন না । যাই হোক বিভিন্ন ব্যয় বহন করতে না পেরে এবং রোগের যন্ত্রণায় তিনি দেশে ফিরে এলেন। এসে চিকিৎসকের কাছে গেলেন। দেখা গেল তাঁর ফিস্টুলার অবস্থা ভয়াবহ। ইনফেকশন হয়ে তাঁর পুরো পায়ুপথ ফুলে গেছে এবং সেখান থেকে পুঁজ পড়ছে। যাই হোক তাকে বলা হলো, “আপনি হাসপাতালে ভর্তি হন তাড়াতাড়ি অপারেশন করতে হবে”। তিনি কথামত কাজ করলেন। অপারেশন হলো, ইনজেকশনের কারণে তার সেরে উঠতে বেশ কিছুদিন লাগল। তবে তিনি বর্তমানে সুস্থ। প্রকৃতপক্ষে রফিক সাহেবকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, অর্থাৎ লেজার থেরাপিতা এখনো ফিস্টুলার চিকিৎসা হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বলতে গেলে কোথাও কোথাও পরীক্ষামূলক পর্যায়ে আছে। এনাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি জটিল রোগ। বাংলায় এই এনাল ফিস্টুলাকে বলা হয় ভগন্দর বা নালি। পায়ুপথের ভিতরে থাকে কিছু গ্রন্থি এবং পায়ুপথে থাকে কোটি কোটি জীবাণু। এই জীবাণু গ্রন্থির মাধ্যমে পায়ুপথের চারদিকের স্থানসমূহে ছড়িয়ে পড়ে এবং ফোঁড়া বা অ্যাবসেস তৈরি করে। এই ফোঁড়া কোনো এক সময় বাইরে এবং পায়ুপথের ভিতরে ফেটে যায়। এভাবে ফেটে গিয়ে সে পায়ুপথের সঙ্গে বাইরের একটি ড্রেন বা নালি তৈরি করে। এই ড্রেন দিয়ে এরপর পায়ুপথ থেকে পুঁজ, রক্ত, মল ইত্যাদি বাইরে আসতে থাকে। এটিই এনাল ফিস্টুলা। রোগীর পায়ুপথের বাইরে সাধারণত (দুই ইঞ্চির মধ্যে) একটি মুখ দিয়ে এই পুঁজ রক্ত ইত্যাদি বের হতে থাকে। রোগীরা অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা করেন না বা সঠিক চিকিৎসা করেন না, তখন ফিস্টুলা নানা দিকে ডালপালা বিস্তার করে। একে কমপ্লেক্স ফিস্টুলা বলে। অনেক সময় বাইরে একাধিক মুখও তৈরি হয়। এনাল ফিস্টুলা একটি জটিল রোগ। এটি পুরোপুরি নির্মূল করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এনাল ফিস্টুলার চিকিৎসা অপারেশন এবং এই অপারেশনের পর রোগী ভালো হতেও সময় নেয়। বর্তমানে কিছু আধুনিক অপারেশন যেমন- (LIFT) (ligation of intersphincteric fistula tract) এসেছে যেগুলোতে মোটামুটি তাড়াতাড়ি ভালো হয়। কিন্তু বিশ্বব্যাপী ফিস্টুলা অপারেশনের পরও আবার হয়। যুক্তরাষ্ট্রে এনাল ফিস্টুলা আবার হওয়ার হার ৩০ শতাংশ। তবে এসব ক্ষেত্রে অবহেলা না করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া উত্তম। অন্যথায় একটা পর্যায়ে জটিলতাার আশঙ্কা থাকে।

 

-অধ্যাপক ডা. এসএমএ এরফান, কোলোরেক্টাল সার্জন, ঢাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, পান্থপথ, ঢাকা।   সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com