কাব্যগ্রন্থঃ প্রান্তিক প্রান্তরে
কবিঃ এ কে সরকার শাওন:
ভুলের ফসল শপ্ত অঞ্চল
শ্বাপদসংকুল জনপদ!
লাঞ্ছিত মানবতা সদা সর্বদা
ওদের পদে পদে আপদ!
দ্বাররক্ষক চির ভক্ষক
নতজানু কম্পিত কর্তা!
অর্থের হাল সাক্ষাৎ কঙ্কাল,
স্তব্ধ সূধী জনতা!
বড় ভন্ডের ধার্মিক সাজা
ছিলো শঠতায় পরিপূর্ণ।
ধ্বংস অনিবার্য অনস্বীকার্য
হিংসা দ্বেষ আজ চূর্ণ!
পঞ্চনদের পঙ্কিল জল
যেন রক্তাক্ত অশ্রু!
সর্বত্র শুনি নিত্য হাহাকার
সুশীলের সিক্ত শ্মশ্রু!
অত্যাচারী বর্বর আনাড়ী
ওদের রন্ধ্রে রন্ধ্রে পাপ!
হারামজাদারা হবেই বরবাদ
বাঙ্গালী-বেলুচের অভিশাপ!
খাবার পাত্র ছিদ্রকারী
সাধুবেশী শয়তান!
অত্যাচারে ভেঙ্গে পড়ে পড়ে
আজ মিথ্যার পাপীস্থান!
দ্বিজাতি তত্বের নামে উষ্মতা
একাত্তরে হয়েছে ভস্ম!
মানবতার শিক্ষা নেয়নি দীক্ষা
আজ হারাচ্ছে সর্বস্ব!
পরের নাশে যে ফাঁদ পাতে
সেই নাশে সেই ফাঁদে!
বিশ্ব হাসে তাদের নাশে
অত্যাচারী ফুপিয়ে কাঁদে!
বাংলায় জন্ম,লালিত-পালিত
গায় পাপীস্থানী গান।
সে হারামজাদা নিশ্চয়
মানুষরূপী শয়তান!
Facebook Comments Box