ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তামিম ইকবাল। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। সেখানেই শুরু হয়েছে তাদের বৈঠক।
গুঞ্জন আছে, গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষেই জানা যাবে জাতীয় দলের হয়ে তামিমের পরবর্তী পদক্ষেপ। এর আগে চলতি বছরের জুলাইয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
যদিও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের। সেসব ঘটনার বেশ কিছু দিন পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরই সোমবার বিসিবি সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সূএ:ডেইলি-বাংলাদেশ