শাহনাজ পারভীন মিতা :
তুমি কি শুনতে পাও পাথরের কান্না
প্রবল স্রোতে যে জলধারা বয়ে চলে
কি সুন্দর শ্বেত শুভ্র টলমলে জলে,
যার ভেতর পাথরের অশ্রুবিন্দু
মিশে রয় প্রবল স্রোতধারায়।
নীরব নিভৃতে দূর পাহাড়ের বুকে
যা কেউ দেখতে পায় না,
পাথর একাকী বহন করে
সেই অব্যক্ত বেদনার নহর।
মিশে থাকে পাহাড়ী নদীর জলে
কলকল ছলছল ধারায় সে বয়ে চলে ।
কখনও প্রবল স্রোতে ভেঙ্গে
টুকরো টুকরো হয়
অসংখ্য নূরী পাথরে,
হারিয়ে যায় কোথাও
কোন দূর অজানায় গহীন অতলে।
আমি পাথর তো নই
একজন রক্ত মাংসের মানুষ,
ভেঙ্গেচূড়ে চুরমার হই
কিন্তু টুকরো টুকরো হতে পারি না।
এই দেহ তা হতে দেয় না
শক্ত আবরণে আটকে রাখে।
সেই ভাঙ্গাচোড়া মনটাকে
বাহ্যিক রুপে হাসায় কাঁদায়
বাঁচতে শেখায় নতুন করে।
ওই স্রোতস্বিনী নদীর মত
অবিরাম যে বয়ে চলে
পাথরের বুকে স্রোতের গহ্বরে।
Facebook Comments Box