পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সাইফ হাসান ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় দল। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও বাকিরা নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দল ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২২৭ রান। ওপেনার খাজা নাফায় ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান, আরেক ওপেনার ইয়াসির খান ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতেই আসে ১১২ রান। মিডল অর্ডারে আব্দুল সামাদ মাত্র ২৭ বলে ১ চার ও ৫ ছক্কায় করেন ৫৬, অধিনায়ক ইরফান খান নিয়াজি খেলেন ১২ বলে ২৫ রানের ক্যামিও।

 

বাংলাদেশের বোলাররা ছিলেন ব্যয়বহুল। হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, রাকিবুল হাসান ৪৩ রানে ১ উইকেট, মাহফুজুর রহমান রাব্বি ৩ ওভারে ৩৯ রানে ১ উইকেট নেন। সাইফ হাসানের করা একমাত্র ওভারেই খরচ হয় ২৬ রান।

 

২২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করে ফেরেন নাঈম শেখ। এরপর সাইফ হাসান ও জিসান আলম জুটি গড়ে দলকে কিছুটা টেনে তোলেন। পাওয়ার প্লেতে আসে ৭৪ রান, কিন্তু জিসান (১৭ বলে ৩৩) আউট হওয়ার পরই ভেঙে পড়ে ইনিংস।

 

আফিফ হোসেন করেন মাত্র ৬ রান। সাইফ হাসান ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় দলের সর্বোচ্চ ৫৭ রান করেন। অধিনায়ক নুরুল হাসান ১৬ বলে ২২ রান যোগ করেন। শেষদিকে কেউই প্রতিরোধ গড়তে না পারায় ১৬.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে : আব্বাস

» কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

» সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত

» খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

» বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই: প্রধান উপদেষ্টা

» জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

» ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত মাছ-গরু-খাসি

» সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না : ফারুক

» মামলায় বাদী হিসেবে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হত্যা

» কাজু বাদাম খাওয়ার যত উপকার

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সাইফ হাসান ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় দল। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও বাকিরা নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দল ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২২৭ রান। ওপেনার খাজা নাফায় ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান, আরেক ওপেনার ইয়াসির খান ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতেই আসে ১১২ রান। মিডল অর্ডারে আব্দুল সামাদ মাত্র ২৭ বলে ১ চার ও ৫ ছক্কায় করেন ৫৬, অধিনায়ক ইরফান খান নিয়াজি খেলেন ১২ বলে ২৫ রানের ক্যামিও।

 

বাংলাদেশের বোলাররা ছিলেন ব্যয়বহুল। হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, রাকিবুল হাসান ৪৩ রানে ১ উইকেট, মাহফুজুর রহমান রাব্বি ৩ ওভারে ৩৯ রানে ১ উইকেট নেন। সাইফ হাসানের করা একমাত্র ওভারেই খরচ হয় ২৬ রান।

 

২২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করে ফেরেন নাঈম শেখ। এরপর সাইফ হাসান ও জিসান আলম জুটি গড়ে দলকে কিছুটা টেনে তোলেন। পাওয়ার প্লেতে আসে ৭৪ রান, কিন্তু জিসান (১৭ বলে ৩৩) আউট হওয়ার পরই ভেঙে পড়ে ইনিংস।

 

আফিফ হোসেন করেন মাত্র ৬ রান। সাইফ হাসান ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় দলের সর্বোচ্চ ৫৭ রান করেন। অধিনায়ক নুরুল হাসান ১৬ বলে ২২ রান যোগ করেন। শেষদিকে কেউই প্রতিরোধ গড়তে না পারায় ১৬.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com