সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও পুরো দল এখনও পাকিস্তানে পৌঁছায়নি। চার জন ক্রিকেটারকে নিয়ে ১০ জনের বহর পা রেখেছে লাহোরে।
গতকাল লাহোরে পৌঁছানো ১০ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ। বাকিরা লাহোর পৌছাবেন আজ সোমবার (২৬ মে)।
বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন না।
পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত হচ্ছে তিনটি। ইতিপূর্বে ২৫ মে থেকে পাঁচ ম্যাচের পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে পিএসএল পিছিয়ে গেলে পিছিয়ে যায় এই সিরিজও। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা আপত্তি জানালে দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে শেষপর্যন্ত তিন ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ মে। একদিন বিরতি দিয়ে ৩০ মে হবে দ্বিতীয় ম্যাচ। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন, যথারীতি একদিন বিরতি দিয়ে। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।
বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা।
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। খুব শিগগিরই দলের সাথে যুক্ত হবেন ফিজও। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে (২-১) বাংলাদেশ।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।