ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা ছয় দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বলেছেন, ‘পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় কোনো শত্রু দেশে আক্রমণের সাহস করবে না।’
বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মরিয়াম নওয়াজ বলেন, ‘আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে- এই দেশ পারমাণবিক শক্তিধর দেশ।’
মরিয়াম নওয়াজ আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘পাকিস্তানের শক্তির মূল উৎস হচ্ছে শহীদদের আত্মত্যাগ।’ এ সময় তিনি দাবি করেন, ‘নওয়াজ শরিফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।’