ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের এক সপ্তাহ পর এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
গত ২৮ এপ্রিল বেলুচিস্তানের নোশকি জেলায় এই দুর্ঘটনা ঘটে।
একটি তেলবাহী ট্যাংকার বাজারের কাছে থেমে গেলে সেটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে এলে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ওই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচির হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান মেনগাল বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সূত্র: ডন নিউজ