রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় সাত্তার মোল্লা (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সাত্তার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাংশা উপজেলার সরিষা বাজারে স্যানিটারি ব্যবসা করতো।
আজ ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভোরে ব্যবসায়ী সাত্তার কুষ্টিয়া থেকে পাংশার সরিষা বাজারে আসার পথে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ি শনাক্ত করার কাজ চলছে।