পাঁচ মামলার আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  রাজশাহীর বাগমারায় পাঁচটি মামলার আসামি ডিলার আস্তানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাড়ে পাঁচ হাজার বোতল অ্যালকোহল জব্দ করা হয়। হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন তিনি।

গ্রেফতারকৃত আস্তানুর রহমান উপজেলার ভবানীগঞ্জ স্কুলপাড়া এলাকার বাসিন্দা।

 

শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে একজন মাদক কারবারি নিয়মিত হোমিওপ্যাথি ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে।

 

বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডিলার আস্তানুরকে গ্রেফতার করে। এরপর ওষুধের দোকান ও গোডাউনে তল্লাশি করে মোট ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

 

র‌্যাব আরও জানায়, এসব মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। আসামির নামে আগেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে বাগমারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সূত্র: বাসস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান

» চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

» অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

» অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব না হলে আর কে হবে: উপ-প্রেস সচিব

» ফোনে যেসব নম্বর থেকে কল পেলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

» ‘নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ’

» মেসিদের সঙ্গে লাতিন অঞ্চলে আরও যাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত

» নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» পাঁচ মামলার আসামি গ্রেফতার

» শাহরুখের ‘কিং’ ছবির লুক ফাঁস

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাঁচ মামলার আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  রাজশাহীর বাগমারায় পাঁচটি মামলার আসামি ডিলার আস্তানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাড়ে পাঁচ হাজার বোতল অ্যালকোহল জব্দ করা হয়। হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন তিনি।

গ্রেফতারকৃত আস্তানুর রহমান উপজেলার ভবানীগঞ্জ স্কুলপাড়া এলাকার বাসিন্দা।

 

শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে একজন মাদক কারবারি নিয়মিত হোমিওপ্যাথি ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে।

 

বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডিলার আস্তানুরকে গ্রেফতার করে। এরপর ওষুধের দোকান ও গোডাউনে তল্লাশি করে মোট ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

 

র‌্যাব আরও জানায়, এসব মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। আসামির নামে আগেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে বাগমারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সূত্র: বাসস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com