মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২ কেজি গাঁজাসহ ২ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বহস্পতিবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচদ্রপুর গ্রাম হতে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার বালিঘাটা(বালিঘাটা বাজার কলানী) এলাকার মোঃ ফরিদ মন্ডল এর স্ত্রী মোছাঃ তানিয়া (৩০), ও একই উপজেলার মোঃ মমতাজ খান এর স্ত্রী মোছাঃ জাহরা বেগম(৫৫)।
ডিবি সূত্র জানা যায়; গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশর এসআই মোঃ আমিরুল ইসলাম, সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরাধী বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়, উপজলার বাগজানা ইউনিয়নর পশ্চিম রামচদ্রপুর হতে ২(দুই) কজি গাঁজা উদ্ধারপূর্বক ২ (দুই) জন মহিলা মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়ছে।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল হক বলেন, মাদক মামলায় বিকেল তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box