সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন আজ বুধবার (৩০ জুলাই) শুরু হয়েছে। যা চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
ভর্তির বিজ্ঞাপ্তি থেকে জানা যায়, এবার ৩ ধাপে আবেদন, নিশ্চায়ন, ভর্তি পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি নেওয়া হবে। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৪ সেপ্টেম্বর। একই দিনে শুরু হবে প্রথম ধাপের নিশ্চায়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।
আরও জানা যায়, দ্বিতীয় ধাপের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় ধাপে নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।