পলাশপ্রতিনিধি: নরসিংদীর পলাশ এলাকায় ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ।
এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার সন্ধায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে এই বিপুল পরিমান পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমান পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিক্তিতে পলাশ থানা এসআই কাজী কামাল মিয়া চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, গ্রেফতারকৃতরা অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box