নরসিংদী প্রতিনিধি : সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী র্যাব-১১ গতকাল সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
নরসিংদীর র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, “সাবেক সেনাকর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে একই দিন বিকালে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীরা দাবি করেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ফলে অচিরেই মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা
Facebook Comments Box