বাইজিদ আহাম্মেদ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদীর পলাশ উপজেলার উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে নির্মিত এই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।
এসময় ২০২৪ এর জুলাই এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলাশ উপজেলার মোঃ শোয়েব, সাইমুন রসুল শান্ত, সামিউর মাহি, জাহিন মোল্লা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ নিহাদ, জুনায়েদ হোসেন, জারিফ মোল্লা, রেজাউল হাসান, মুগ্ধ ও রাকিবুল সরকার সহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, আজ পলাশে নির্মিত হয়েছে জুলাই স্তম্ভ। গত বছর এই দিনে পলাশে প্রথম আওয়ামীলীগের কর্তৃক ছাত্রহত্যার বিরুদ্ধে একটি মিছিল আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। কিম্তু এ ঘটনায় নানা রকম হুমকি ধামকির সমুক্ষীন হয়েছে অধিকাংশ শিক্ষার্থীরা। তাই এই দিনকে স্বরণীয় রাখতে জুলাই শহীদদের স্মরণে উপজেলা অফিস প্রাঙ্গনে জুলাই স্তম্ভ নির্মান করা হয়েছে। এই স্তম্ভ ফুটে উঠেছে বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম , মুগ্ধ ,এবং পলাশের তাহমিদ ইমন সহ জুলাইয়ের স্মৃতি।
Facebook Comments Box