বাইজিদ আহাম্মেদ ,নরসিংদী প্রতিনিধি :শিক্ষার্থীদের শারিরীক চর্চা বৃদ্ধি ও খেলাধুলায় আগ্রহ বাড়াতে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান এসব ক্রিড়া সামগ্রী বিতরণ করে। এতে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রসার ৪৯টি প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম ফজলুল হক, সমাজ সেবক নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স , প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক বাইজিত আহাম্মেদ ১, ২ ও ৩নং মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।