বাইজিদ আহাম্মেদ,পলাশ প্রতিনিধি : আগামীর জন্য অগ্রগামী শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে নরসিংদীর পলাশে জাঁকজমকপূর্ণ পরিবেশে টেক গার্ডেন স্কুলের শুভ উদ্বোধন, নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ডি.এম.আকরাম হোসেনের পরিচালনায় চরসিন্দুর বাজারে অবস্থিত টেক গার্ডেন স্কুলের শুভ উদ্বোধন, নবীণ বরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মাসফিকা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, সহকারী প্রধান শিক্ষক আশরাফ তালুকদার, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মিথুন শেখ প্রমুখ। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডি.এম.আকরাম হোসেন জানান, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান ছড়িয়ে দিতে ১১ জন শিক্ষক ও ৮২ জন শিক্ষার্থী নিয়ে প্লে- ৫ম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য অর্জন করানো নয়, বরং তাদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র একটি বিদ্যালয় নয়, বরং এটি একটি পরিবার, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, গুণগত শিক্ষাই একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এবং এর মাধ্যমে দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আপনাদের সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয় এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণে সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।