বাইজিদ আহাম্মেদ : মাদকদ্রব্য থেকে যুব সমাজকে ফিরিয়ে খেলাধুলা’র প্রতি মনোযোগ বাড়াতে নরসিংদীর পলাশে ছাত্রদলের উদ্যোগে নক আউট ভিত্তিক উন্মুক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চার উইকেটে খানেপুর কিংস একাদশকে পরাজিত করে পলাশ টাউন একাদশ চ্যাম্পিয়ান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির। খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল শহর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
এছাড়া খানেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পলাশ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, ঘোড়াশাল শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।
এর আগে নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেন।
Facebook Comments Box