বাইজিদ আহাম্মেদ :- প্রাকৃতিক গ্রামীন মনোরম পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতাতৈল গ্রামে গড়ে উঠেছে ভাই ভাই মিনি পার্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে নির্মিত মিনি পার্কটির পুকুরে দাড়িয়ে আছে বিশাল সাদা বক,মুখে মাছ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু।পার্কটিতে শিশুদের জন্য বিনামূল্যে ৪টি রাইড।সাদা গোলাপ,লাল গোলাপ,জবা,পেয়ারা ,আম ,লিচু রজনীগন্ধা সহ রয়েছে অসংখ্য ফুল,ফল ও ঔষধি গাছ।প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ছোট শিশুদেরসহ পরিবার নিয়ে পার্কে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
গ্রামীন পরিবেশে এখানে বিনা টিকিটে শিশুদের নিয়ে সময় পার করা যায় তাই স্থানীয় এলাকা সহ দূর দূরান্ত থেকেও এখানে দর্শনার্থীরা আসছে।
শফিকুল ইসলাম ও মাহবুব মিয়া নামে দর্শনার্থী জানান,পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে,তবে পার্কে আরো কিছু রাইড যোগ করলে দর্শনার্থী বাড়বে ।
ভাই ভাই মিনি পার্ক এর স্বত্বাধিকারী আসিফ মিয়া বলেন,পৌর শহরে কোন রকম বিনোদনের স্থান না থাকায় আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। শিশুরা বেড়ে উঠার মনোরম পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।সকলের সহযোগিতা পেলে আগামী দিন এই মিনি পার্কে বিভিন্ন রাইড সংযুক্ত করা হবে
Facebook Comments Box