ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিকল্পিত মহানগরীতে রূপান্তরের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উত্তরা আবাসিক এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। শুক্রবার (২ মে) সকাল ৮টায় এলাকাটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এলাকার সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতেই তিনি উত্তরা সেক্টর ৩, ১০ ও ১২ সহ বিভিন্ন সেক্টরের রাজউক প্লটসমূহ ঘুরে দেখেন। এ সময় অবৈধভাবে দখলকৃত প্লট চিহ্নিত করে তা দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।
চেয়ারম্যান উত্তরার লেক ও পার্কগুলোও ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বিশেষ করে পার্কে বসার স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় আরও যত্নশীল হতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন রাজউক চেয়ারম্যান।
নির্মাণাধীন ভবনগুলোর অবস্থাও পরিদর্শনের আওতায় পড়ে। তিনি খতিয়ে দেখেন, নির্মাণ কাজ রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কিনা। এ সময় কিছু ভবনের সামনে রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত এসব সামগ্রী সরিয়ে নিতে এবং নিয়ম লঙ্ঘনের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের নির্দেশ দেন।
এছাড়াও, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর স্মৃতিকে সম্মান জানিয়ে নির্মিত ‘মুগ্ধ মঞ্চ’ পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। তিনি স্মৃতিচিহ্নটি আরও নান্দনিক ও তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাজউকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।