পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দক্ষিণখানে পরকীয়া সন্দেহে দুবাই ফেরত স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা বেগম (৩৩) নিহত হয়েছেন।

 

সোমবার  রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী মাসুদ আলমকে (৪৩)  স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। স্বামী-স্ত্রী উভয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।  তিনি বলেন, ‘স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের সময়ে ধস্তাধস্তিকালীন তার স্বামী মাসুদ আলমের হাত কেটে যায়। স্থানীয়রা তাকে আটক করে আমাদের কাছে দেন। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আট বছর আগে তারা প্রেম করে বিয়ে করেন। উভয়েরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। আকলিমার প্রথম সংসারে সন্তান ছিল। এদিকে দ্বিতীয় বিয়ের পর দীর্ঘদিন সংসার করার পর তার স্বামী দুবাই যান। আর তার স্ত্রী একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। পরে তার স্বামী জানতে পারেন তার স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়া করছে। এমন কি তারা গোপনে বিয়েও করছে বলে তাকে সন্দেহ করতো। এসব নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।  গত ছয় মাস আগে দুবাই থেকে চলে আসেন স্বামী মাসুদ আলম। এরই মধ্যে দুজনেই পৃথক হয়ে যান। যার যার মতো করে আলাদা করে থাকতেন।

 

তিনি আরও জানান, সম্প্রতি তার স্বামী তার সঙ্গে কথাবার্তা বলতেন। সোমবার দক্ষিণখান থানাধীন দেওয়ান বাড়ি পাকার মাথা এলাকায় স্ত্রীর ভাড়া বাসায় স্ত্রী আকলিমাকে মারধর করতে থাকেন। পরে তার স্ত্রী চতুর্থ তলা বাসার তৃতীয় তলায় বাড়ির মালিকের ফ্ল্যাটে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানেই স্বামী মাসুদ আলম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বামীকে আটক করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।  পরে গুরুতর আহত অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটের সময়ে আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন: মির্জা ফখরুল

» খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

» ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে’: হান্নান মাসউদ

» বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন, আপনারা কারা?: জাপা মহাসচিবকে রিজভী

» নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

» প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত

» ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

» ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পদে নিয়োগপ্রাপ্ত হলেন তারেক রেফাত উল্লাহ খান

» ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

» পুলিশ বাহিনীতে গড়ে উঠেছিল ২ গ্রুপ, নেতৃত্বে ছিলেন হাবিব-মনির

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দক্ষিণখানে পরকীয়া সন্দেহে দুবাই ফেরত স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা বেগম (৩৩) নিহত হয়েছেন।

 

সোমবার  রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী মাসুদ আলমকে (৪৩)  স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। স্বামী-স্ত্রী উভয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।  তিনি বলেন, ‘স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের সময়ে ধস্তাধস্তিকালীন তার স্বামী মাসুদ আলমের হাত কেটে যায়। স্থানীয়রা তাকে আটক করে আমাদের কাছে দেন। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আট বছর আগে তারা প্রেম করে বিয়ে করেন। উভয়েরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। আকলিমার প্রথম সংসারে সন্তান ছিল। এদিকে দ্বিতীয় বিয়ের পর দীর্ঘদিন সংসার করার পর তার স্বামী দুবাই যান। আর তার স্ত্রী একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। পরে তার স্বামী জানতে পারেন তার স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়া করছে। এমন কি তারা গোপনে বিয়েও করছে বলে তাকে সন্দেহ করতো। এসব নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।  গত ছয় মাস আগে দুবাই থেকে চলে আসেন স্বামী মাসুদ আলম। এরই মধ্যে দুজনেই পৃথক হয়ে যান। যার যার মতো করে আলাদা করে থাকতেন।

 

তিনি আরও জানান, সম্প্রতি তার স্বামী তার সঙ্গে কথাবার্তা বলতেন। সোমবার দক্ষিণখান থানাধীন দেওয়ান বাড়ি পাকার মাথা এলাকায় স্ত্রীর ভাড়া বাসায় স্ত্রী আকলিমাকে মারধর করতে থাকেন। পরে তার স্ত্রী চতুর্থ তলা বাসার তৃতীয় তলায় বাড়ির মালিকের ফ্ল্যাটে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানেই স্বামী মাসুদ আলম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বামীকে আটক করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।  পরে গুরুতর আহত অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটের সময়ে আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com