ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে— আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন তারা। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন দল গঠন করলে জনগণ তা গ্রহণ করবে না। তবে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে নতুন দল গঠন করবেন না।
এদিকে, খবর আসছে যে, ছাত্রদের নতুন দলের প্রধান পদে নাহিদ ইসলামকে মনোনীত করা হয়েছে। যদিও তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত করেননি। তবে, রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছিলেন। সেখানে রীতিমতো জাতীয় পতাকা উড়ছিল তার গাড়িতে, তবে সাক্ষাৎ শেষে গাড়ি থেকে পতাকা নামিয়ে ফেলা হয়। এটি নিয়ে গুঞ্জন ওঠে, নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
কিন্তু, নাহিদ ইসলাম বিষয়টি ক্লিয়ার করেছেন গণমাধ্যমের কাছে। তিনি রাত ৮টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেননি তিনি। নাহিদ বলেছেন, ‘আমি পদত্যাগ করিনি।
এর আগে, সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য উপদেষ্টার পদে মাহফুজ আলম আসতে পারেন। মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা। তিনি আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে তিনি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসবে, তা বেশ কিছুটা চূড়ান্ত হয়েছে। ছাত্রনেতারা সমঝোতার ভিত্তিতে দুইটি নতুন পদ সৃষ্টি করছেন। দলটির আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদও রাখা হচ্ছে।
নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হলেও, সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। তবে, সমঝোতার ভিত্তিতে আখতার হোসেন এই পদে আসবেন বলে ধারণা করা হচ্ছে। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও শোনা যাচ্ছে।
দলের শীর্ষ পদগুলোতে আসতে পারেন ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ, এবং জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করা ছাত্রনেতাদের আপাতত নতুন দলে কোনো পদ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে। তবে, ওই দিনই বড় পরিসরে জমায়েত হওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
নতুন দল গঠনের প্রস্তুতিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যেই ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের জন্য বিভিন্ন উপকমিটি তৈরি করেছে। নতুন দলের নাম চূড়ান্ত না হলেও, দল গঠনের প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে যাচ্ছে।
নতুন দল গঠনের পেছনে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক কমিটি, যার সদস্যদের মধ্যে সাবেক ছাত্রনেতাদের বড় অংশ রয়েছে। তবে, নতুন দলের শীর্ষ পদ নিয়ে কিছুটা মতবিরোধ এখনও রয়েছে।