ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা ও নষ্ট মাংস বিক্রি করার দায়ে মো. আরিফ মিয়া (৩০) নামে এক মাংস বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।
কারাদণ্ডপ্রাপ্ত আরিফ মিয়া নরসিংদী জেলার রাইপুরা থানার লক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঁচা ও নষ্ট মাংস বিক্রির দায়ে আরিফ মিয়া নামে এক বিক্রেতাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সূএ: রাইজিংবিডি.কম