সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। সব গরিবদের মার্কা, আসলে নির্বাচনে মার্কা নিচ্ছে গরিবদের, কিন্তু একজনও গরিব না। তার মানে কথার সাথে কাজের মিল নেই। কিন্তু হাতপাখার যে নির্বাচন করে, সেও হাতপাখা ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে।
মঙ্গলবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার আয়োজনে শকুনি লেক পাড় স্বাধীনতা অঙ্গনে “জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার” দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করিম আরও বলেন, হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।
এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মদ দেলোয়ার হোসাইন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।