মূলঃ Nicholas Sparks – The Notebook, 1996
“একাকী নীরবে বসে আমরা আমাদের চারপাশের পৃথিবীকে অবলোকন করে থাকি। এই যোগ্যতা অর্জন করতে প্রায় সারাজীবন লেগে যায় আমাদের। তবে আমার ধারণা কেবলমাত্র বয়স্করাই পরস্পরের পাশে বসে থাকতে পারে কোনো কথা না উচ্চারণ করে এবং তারপরেও সন্তুষ্টি অনুভব করতে পারে। অন্যদিকে যুবকেরা দুর্বিনীত ও ধৈর্যহীন হবার কারণে অধিকাংশ সময়েই নীরবতা ভঙ্গ করে করে থাকে।
আমার কাছে যুবকদের এই অস্থিরতার চেয়ে বর্ষীয়ানদের নীরবতাই অধিকতর শুদ্ধ ও পবিত্র। কারণ, নীরবতাই মানুষকে পরস্পরের কাছে টেনে নিয়ে আসতে সক্ষম, এবং শুধু তারাই পরস্পরের সাথে স্বস্তিতে থাকতে পারে , যারা কথা না বলেও আনন্দে থাকার যোগ্যতা অর্জন করেছে…।”
সূএ: ডেইলি-বাংলাদেশ