ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মাগুরায় নেশার টাকার যোগান দিতে না পারায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম সুরমান শেখ (৭৫)। বাবার খুনী মফিজুর শেখ (৩৫) কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের ছেলে হানিফ শেখ বলেন,আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক মফিজুর নরশার টাকা জোগাতে তার ভাগের জমি বিক্রি করতে তার বাবাকে প্রায় চাপ দিত। মফিজুরের দুই সন্তানের কথা চিন্তা করে বাবা সুরমান শেখ জমি লিখে দিতে রাজি না হওয়ায় আজ সকালে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। আমরা বাড়ির সদস্য ও প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
এদিকে এ ঘটনার পর হাসপাতাল ও ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলী। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের হত্যাকারী সন্তান মফিজুর মাদকাসক্ত ছিল। সে নেশার টাকা যোগাড় করতে প্রায় তার বাবাকে মারধর করত। শেষ পর্যন্ত সে নেশার টাকা জোগাড় করতে বাবাকে জমি লিখে দিতে বলে। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় আজ তাকে বুকে আঘাত করে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেছে। মফিজুরকে আটক করা হয়েছে।