ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না, তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি।
রাশেদ খান বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেশের বাইরের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং এক সপ্তাহের মধ্যে দেশে বাইরের নিয়ে যাবে।
এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। একইসঙ্গে সব রাজনৈতিক সংগঠনসহ যেসব উপদেষ্টারা হাসপাতালে নুরকে দেখতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
রাশেদ খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।