সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী জানিয়েছেন, বর্তমান কমিশনের প্রতি তাদের আস্থা রয়েছে। এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করছেন তারা।
রোববার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মাওলানা আবু জাফর কাসেমী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।
বর্তমান কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে তিনি বলেন, এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা আমাদের।
এসময় দলটির দুই অংশের আন্তঃকোন্দল নিয়ে ইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে বৈধ কমিটি হিসেবে অনুমোদনের জন্য সিইসির কাছে আবেদন জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই অংশটি।
আবেদনে দলটি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম দুর্নীতি ও অনাচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে দলের নিয়মিত কাউন্সিলের মাধ্যমে অপসারিত করে দলের গঠনতন্ত্র মোতাবেক নতুন দলীয় কেন্দ্রীয় কমিটি গঠন করে আপনার কমিশন বরাবরে তালিকা প্রদান করা হয়েছিল। এমতাবস্থায় পদচ্যুত আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী তার অনধিকার চর্চা করে দলের পুরাতন কাউন্সিলর ও কার্যনির্বাহী কমিটি বাদ দিয়ে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে নতুন কাউন্সিলের নামে একটি কমিটি করে নিজেকে আমির ও তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব করে একটি ভুয়া কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
আবেদনে খেলাফত আন্দোলনের এই অংশটি দাবি করে, গঠনতন্ত্র অনুযায়ী তারা বৈধ কমিটি। এ ব্যাপারে আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে।