সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অনতিবিলম্বে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে এনসিপি। এতে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এ সময় মাসুম বিল্লাহ বলেন, ‘বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই। এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি।
শ্রমিক উইং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, ‘অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেব না।
এ সময় রাজধানীর পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা, রমনার নারী প্রতিনিধি ডা. ইশরাত জাহান, মিরপুরের প্রতিনিধি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।