সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জরুরি বৈঠকে অনুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক পরিচালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান নির্বাচনি ব্যবস্থায় জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না। ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কার্যকর সংসদ গঠনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি। নির্বাচনি ব্যবস্থার সংস্কার ছাড়া কার্যকর সংসদ কল্পনাতীত।’
এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দেয়। নেতৃবৃন্দের মতে, এই পদ্ধতিই বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও বাস্তব পথ।
বৈঠকে জাতিসংঘের নামে ঢাকায় একটি তথাকথিত মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘এটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।’
এছাড়া রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলের পাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে একটি কার্যকর ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এখন অত্যাবশ্যক, যেখানে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত প্রাধান্য পাবে।’
বৈঠকে অংশগ্রহণকারী কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব-মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আজিজুল হক, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, মাওলানা রাকীবুল ইসলাম প্রমুখ।