ফাইল ফটো
অনলাইন ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় রুবেল ইসলাম নামে পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার।
আজ সকালে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিকাপ চালক রুবেল ইসলাম (২৫) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে রুবেল ইসলাম পিকআপ ভ্যানটি নিয়ে রামডুবি এলাকায় আসছিলেন। পথিমধ্যে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়। এতে চালক রুবেল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পিকাপের হেলপার গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।