ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নিবন্ধন মামলার শুনানি চলছে আল্লাহর রহমতে আশা করছি আমরা আমাদের প্রিয় কাফেলার নিবন্ধন এবং প্রতীক ফেরত পাবো ইনশাআল্লাহ।
বুধবার (১৪ মে) সামাজিক যোগাযগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক নিবন্ধন পুনরুদ্ধারে দায়ের করা আপিলের শুনানি চলছে। বুধবার (১৪ মে) সকাল ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির দিন গত ৭ মে নির্ধারণ করে ১৩ মে ধার্য করেছিলেন আদালত। সোমবার শুনানি শেষ না হওয়ায় তা একদিন পিছিয়ে আজ (১৪ মে) শুনানি গ্রহণ করা হয়।