শাহনাজ পারভীন মিতা:
সমুদ্র অতলে মনের গহীনে মুক্তির ডাক
বিস্মিত গাঙচিল শুধুই নিশ্চুপ নির্বাক,
গভীর নিঃশ্বাস নিভৃতে মনের দুয়ারে
চোখের তারায় অথই নিথুয়া পাথারে।
কত স্বপ্ন উড়ে উড়ে চলে অচেনা বন্দরে
জোয়ারের জলে উত্তাল গহন অন্তরে,
নিভৃতে কবিতায় অবিরাম ছন্দ দোলায়
সমুদ্র অতলে মন কোথায় বলো হারায়!
কে তুমি চুপি চুপি আমায় শুধু ডাকো
সমুদ্রজলে রুমঝুম ঢেউয়ে ছবি আঁকো,
কত সুর ভাসে সময়ের বর্ণীল আবিরে
আমি ডুবে যাই ঢেউয়ের অতল গভীরে ।
জীবন সমুদ্রে দোলে সুখ অসুখের নদী
সময় বয়ে চলে সময়ের তিমিরে নিরবধি।
Facebook Comments Box