নিউইয়র্কে বৈশাখ বরণ উৎসব ২৯ এপ্রিল

ছবি সংগৃহীত

 

গানে, কথায়, মঙ্গল শোভাযাত্রা আর আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে নিউইয়র্কে বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব হতে যাচ্ছে আগামী শনিবার (২৯ এপ্রিল)।

 

এদিন সকাল ৮টায় সম্মিলিত সঙ্গীতে প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্যে যা চলবে রাত ১০টা পর্যন্ত।

 

সম্মিলিত বৈশাখ বরণ উদযাপন পরিষদ নিউইয়র্কের আয়োজনে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে শিল্পী ও সুধীজনেরা যোগ দিচ্ছেন। প্রতাতী বর্ষবরণের সঙ্গীত আয়োজনটি তত্ত্বাবধান করছেন প্রবাসের শিল্প অঙ্গণের প্রিয় মুখ অনুপ দাশ। আর একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে মহড়া পরিচালনা করেছেন শিল্পী সুপ্রিয়া চৌধুরী ও বিদিশা দেওয়ানজী।

 

বেলা সাড়ে ১১টায় মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কণ্ঠযোদ্ধা ও একুশে পদক বিজয়ী সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

এছাড়া বিশিষ্টজনদের মধ্যে থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী লেখক ড. নুরুন নবী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক সেলিমা আশরাফ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাবেরী দাশ।

 

এবারের বৈশাখ বরণ উৎসব ১৪৩০ উপলক্ষ্যে আরও থাকছে শিশু কিশোর অংশগ্রহণে চিত্রাংকন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, মুক্তমঞ্চের পরিবেশনা,  শিল্পী তাজুল ইমামের কথা, সুর ও পরিচালনায় ‘উৎসব সঙ্গীত’, বৈশাখের তথ্যচিত্র প্রদর্শনী, শিল্পাঙ্গণ পরিবেশিত নাটক ‘সোনার ছেলে’, শুদ্ধস্বর এর পরিবেশনা ‘আনন্দ ভৈরবী’, বাফার পরিবেশনায় ‘ফিরে ফিরে বাংলা’, ‘প্রজন্মের আলো’ এর পরিবেশনায় রুপাই, মাইশা, আলভান,  একক গান ‘সুরসুধা’ এর পরিবেশনায় বিজয়া সেন গুপ্ত, বিপার পরিবেশনায় ‘রুদ্র বৈশাখ’, পঞ্চকবির গান ‘ধ্রুবতারা’য় অংশ নেবেন সুপ্রিয়া চৌধুরী, বিদিশা দেওয়ানজী, অনুপ দাশ, অপরাজিতা কর, মেরিষ্ট্যালা আহমেদ শ্যামলী ও ডি চৌধুরী অসিত।

 

থাকবে সেজান মাহমুদ ও তৃষ্ণা মাহমুদের যুগলবন্দী, যন্ত্রসঙ্গীতে লালন ‘The inner call’-পরিবেশনায় দ্য বিরসা চ্যাটার্জী কোয়ার্টেট, শিল্পী তাজুল ইমাম ও দুলাল ভৌমিকের যৌথ পরিবেশনা ‘বাউল বাতাস’ এবং শিল্পী মহীতোষ তালুকদার তাপসের পরিচালনায় দলীয় পরিবেশনা ‘বাংলা অনুভবে’। আর দিনব্যাপী থাকছে বৈশাখী মেলা। এই আয়োজনে যন্ত্রসঙ্গীতে থাকছেন পিনাকপানি গোস্বামী, পিনুসেন দাশ, মাসুদ রানা, নাইছ চৌধুরী, নাঈম, তুষার রঞ্জন দত্ত। মঞ্চ পরিকল্পণায় আছেন লায়লা ফারজানা মুনমুন।

 

উৎসবের আহ্বায়ক প্রতাপ দাস বলেছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে অনবদ্য একটি অনুষ্ঠানের পরিকল্পণা আমরা করেছি। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্যে দেশের সংস্কৃতির ধারা ছড়িয়ে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা গোটা পৃথিবী হিংসা ও হানাহানি মুক্ত হবে। অসাম্প্রদায়িক পৃথিবী বিনির্মাণে বৈশাখের মর্মকথা আমরা ছড়িয়ে দিতে চাই জগৎজুড়ে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য জুলাই বিপ্লব হয়নি: নাহিদ

» বেড়েছে স্বর্ণের দাম

» ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা’

» যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ, সতর্ক করলেন পার্থ

» উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়: নুর

» ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

» বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

» ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

» গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার

» নির্বাচনের মাধ্যমে বিএনপি পরিবর্তন চায় : মির্জা ফখরুল

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিউইয়র্কে বৈশাখ বরণ উৎসব ২৯ এপ্রিল

ছবি সংগৃহীত

 

গানে, কথায়, মঙ্গল শোভাযাত্রা আর আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে নিউইয়র্কে বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব হতে যাচ্ছে আগামী শনিবার (২৯ এপ্রিল)।

 

এদিন সকাল ৮টায় সম্মিলিত সঙ্গীতে প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্যে যা চলবে রাত ১০টা পর্যন্ত।

 

সম্মিলিত বৈশাখ বরণ উদযাপন পরিষদ নিউইয়র্কের আয়োজনে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে শিল্পী ও সুধীজনেরা যোগ দিচ্ছেন। প্রতাতী বর্ষবরণের সঙ্গীত আয়োজনটি তত্ত্বাবধান করছেন প্রবাসের শিল্প অঙ্গণের প্রিয় মুখ অনুপ দাশ। আর একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে মহড়া পরিচালনা করেছেন শিল্পী সুপ্রিয়া চৌধুরী ও বিদিশা দেওয়ানজী।

 

বেলা সাড়ে ১১টায় মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কণ্ঠযোদ্ধা ও একুশে পদক বিজয়ী সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

এছাড়া বিশিষ্টজনদের মধ্যে থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী লেখক ড. নুরুন নবী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক সেলিমা আশরাফ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাবেরী দাশ।

 

এবারের বৈশাখ বরণ উৎসব ১৪৩০ উপলক্ষ্যে আরও থাকছে শিশু কিশোর অংশগ্রহণে চিত্রাংকন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, মুক্তমঞ্চের পরিবেশনা,  শিল্পী তাজুল ইমামের কথা, সুর ও পরিচালনায় ‘উৎসব সঙ্গীত’, বৈশাখের তথ্যচিত্র প্রদর্শনী, শিল্পাঙ্গণ পরিবেশিত নাটক ‘সোনার ছেলে’, শুদ্ধস্বর এর পরিবেশনা ‘আনন্দ ভৈরবী’, বাফার পরিবেশনায় ‘ফিরে ফিরে বাংলা’, ‘প্রজন্মের আলো’ এর পরিবেশনায় রুপাই, মাইশা, আলভান,  একক গান ‘সুরসুধা’ এর পরিবেশনায় বিজয়া সেন গুপ্ত, বিপার পরিবেশনায় ‘রুদ্র বৈশাখ’, পঞ্চকবির গান ‘ধ্রুবতারা’য় অংশ নেবেন সুপ্রিয়া চৌধুরী, বিদিশা দেওয়ানজী, অনুপ দাশ, অপরাজিতা কর, মেরিষ্ট্যালা আহমেদ শ্যামলী ও ডি চৌধুরী অসিত।

 

থাকবে সেজান মাহমুদ ও তৃষ্ণা মাহমুদের যুগলবন্দী, যন্ত্রসঙ্গীতে লালন ‘The inner call’-পরিবেশনায় দ্য বিরসা চ্যাটার্জী কোয়ার্টেট, শিল্পী তাজুল ইমাম ও দুলাল ভৌমিকের যৌথ পরিবেশনা ‘বাউল বাতাস’ এবং শিল্পী মহীতোষ তালুকদার তাপসের পরিচালনায় দলীয় পরিবেশনা ‘বাংলা অনুভবে’। আর দিনব্যাপী থাকছে বৈশাখী মেলা। এই আয়োজনে যন্ত্রসঙ্গীতে থাকছেন পিনাকপানি গোস্বামী, পিনুসেন দাশ, মাসুদ রানা, নাইছ চৌধুরী, নাঈম, তুষার রঞ্জন দত্ত। মঞ্চ পরিকল্পণায় আছেন লায়লা ফারজানা মুনমুন।

 

উৎসবের আহ্বায়ক প্রতাপ দাস বলেছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে অনবদ্য একটি অনুষ্ঠানের পরিকল্পণা আমরা করেছি। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্যে দেশের সংস্কৃতির ধারা ছড়িয়ে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা গোটা পৃথিবী হিংসা ও হানাহানি মুক্ত হবে। অসাম্প্রদায়িক পৃথিবী বিনির্মাণে বৈশাখের মর্মকথা আমরা ছড়িয়ে দিতে চাই জগৎজুড়ে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com