নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে পাঁচজনকে গুলি করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে অন্তত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেখানকার আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, সানসেট পার্কের আশেপাশের ৩৬তম স্ট্রিট স্টেশনে ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে যায়। যাবার পর কর্মীরা সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কি ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়। স্টেশনে আর কোনো সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার পর কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট এবং গ্যাস মাস্ক পরা একজন কৃষ্ণাঙ্গ শ্রমিককে পুলিশ সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
ঘটনাস্থলের একটি ছবিতে স্টেশনের মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত যাত্রীদের দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা হামলার পর একাধিক ধোঁয়ার ক্যানিস্টার ব্যবহার করতে দেখেছে বলে জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে ইতোমধ্যেই পৌঁছে গেছে। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট প্রমাণ এবং অপরাধীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
স্টেশনে এবং স্টেশনের বাইরের ট্রেনগুলি বন্ধ করে দেওয়ায় পরিবহন ব্যবস্থা বিলম্বিত হচ্ছে।
আশেপাশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে লকডাউন দেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের অফিস থেকে তাৎক্ষণিকভাবে ঘটনার বিশদ বিবরণ দেওয়া হয়নি। অ্যাডামস মঙ্গলবার সকালে মেয়রের বাসভবনেই ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন।