শাহনাজ পারভীন মিতা:
শীতে বিরহে কাতর বিষন্ন হলুদ বসন্ত
উষ্ণতার সন্ধানে দীর্ঘ রাত্রির একাকিত্ব,
কত রাত জাগা চাঁদ নিভৃতে শুধু কাঁদে
তুমি বাড়াও হাত ,জোছনা সুর সাধে।
ঝরে গেছে পাতা নিঃসঙ্গ পাইনের সারি
খুঁজে ফেরে পাখি ঘুমকাতুরে রাতের প্রহরী,
হয়ত তেমনই তুমি জাগো নক্ষত্রের রাতে
মাঘী পূর্ণিমা তোমাকে ডাকে সেই পূর্ণ চাঁদে।
জোয়ারের জল কালো নদীজল ঝলমল
কে তুমি মেয়ে জীবন খোঁজো অশ্রু টলমল,
হয়ত সেখানে কখনও ঝরে পরে কষ্ট পালক
মনের চরাচর ভেসে যায় নিঃসীম চন্দ্রালোক।
পূর্ণিমা চাঁদ তোমাতেই কাঁদে শীতের বসন্ত
মেয়েটির বুকে ডুবে মরে পাখি স্বপ্ন জীবন্ত।
Facebook Comments Box