নার্ভাসনেসে ভুগছে আওয়ামী লীগ: প্রিন্স

আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন, দুর্বল এবং ভীত যে তৃণমূলে বিএনপি কর্মসূচি দেওয়া মাত্রই তাদের হৃদকম্পন বেড়ে গেছে, তারা নার্ভাসনেসে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

 

আজ (৯ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ১০ দফা এবং জনগণের জীবিকার বিভিন্ন সমস্যা ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন নসাৎ করতে ব্যর্থ, অযোগ্য সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করে কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

 

প্রিন্স বলেন, নেতাকর্মীদের হয়রানি করে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং সরকারের সৃষ্ট জনদুর্ভোগ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে চলমান আন্দোলন বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দমন-নিপীড়ন চালিয়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না। জনসম্পৃক্ত এই আন্দোলন সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে।

 

বিএনপির এ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া মহল্লা কমিটির সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, মহিলা, চাকুরীজীবী, পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রায় যোগ দিয়ে চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানাচ্ছি।

 

আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রতিও দেশ, গণতন্ত্র ও জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কর্মসূচির দিনে উস্কানিমূলক পাল্টা কর্মসূচি প্রত্যাহার করারও আহ্বান জানাচ্ছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহীনীর প্রতিও জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনে অন্যায়ভাবে বাধাগ্রস্ত না করার আহ্বান জানাচ্ছি এবং ১১ ফেব্রুয়ারি পদযাত্রা সহ সকল কর্মসূচিতে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

 

প্রিন্স বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজারেরও অধিক নর-নারী ও শিশুর মর্মান্তিক মৃত্যু এবং লক্ষ লক্ষ মানুষের হতাহতের ঘটনায় শোক, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে আজকের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে আজ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।

 

এছাড়া ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।

 

তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ভারতের মিডিয়া ‘সার্কাস’ দেখাচ্ছে- বললেন সোনাক্ষী

» দুঃখের সঙ্গে বলছি, বিনিয়োগ নিয়ে সার্কাস হচ্ছে : আমীর খসরু

» আ. লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের শাহবাগে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে ছাত্রশিবির

» আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

» দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ

» সরকার চাইলে ১৯ ধারায় আ. লীগ নিষিদ্ধ করতে পারে : অ্যাটর্নি জেনারেল

» আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিতে শুরু করেছেন ছাত্র-জনতা

» বাগেরহাটে আধুনিক ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন উদ্বোধন   

» ইসলামপুরে ওরা ১১জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

» ই-ক্যাব নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নার্ভাসনেসে ভুগছে আওয়ামী লীগ: প্রিন্স

আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন, দুর্বল এবং ভীত যে তৃণমূলে বিএনপি কর্মসূচি দেওয়া মাত্রই তাদের হৃদকম্পন বেড়ে গেছে, তারা নার্ভাসনেসে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

 

আজ (৯ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ১০ দফা এবং জনগণের জীবিকার বিভিন্ন সমস্যা ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন নসাৎ করতে ব্যর্থ, অযোগ্য সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করে কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

 

প্রিন্স বলেন, নেতাকর্মীদের হয়রানি করে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং সরকারের সৃষ্ট জনদুর্ভোগ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে চলমান আন্দোলন বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দমন-নিপীড়ন চালিয়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না। জনসম্পৃক্ত এই আন্দোলন সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে।

 

বিএনপির এ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া মহল্লা কমিটির সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, মহিলা, চাকুরীজীবী, পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রায় যোগ দিয়ে চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানাচ্ছি।

 

আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রতিও দেশ, গণতন্ত্র ও জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কর্মসূচির দিনে উস্কানিমূলক পাল্টা কর্মসূচি প্রত্যাহার করারও আহ্বান জানাচ্ছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহীনীর প্রতিও জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনে অন্যায়ভাবে বাধাগ্রস্ত না করার আহ্বান জানাচ্ছি এবং ১১ ফেব্রুয়ারি পদযাত্রা সহ সকল কর্মসূচিতে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

 

প্রিন্স বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজারেরও অধিক নর-নারী ও শিশুর মর্মান্তিক মৃত্যু এবং লক্ষ লক্ষ মানুষের হতাহতের ঘটনায় শোক, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে আজকের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে আজ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।

 

এছাড়া ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।

 

তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com