ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে হলের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হলটির ভেতরে কোনো কার্যক্রম না থাকার কারণে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আশেপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে হয়তো আগুনের সূত্রপাত ঘটতে পারে।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমি আমার টিম নিয়ে আগুন নেভাতে কাজ শুরু করি। পরে আমাদের সাথে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে যোগ দেন। কেউ ষড়যন্ত্র করে হয়তো আগুন লাগাতে পারে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।