ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো।
আজ বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত সুমাইয়ার বয়স ১৮ মাস।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মৃত্যু হয় সুমাইয়ার। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হান্নানের (৪০)। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
দগ্ধ অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (৩ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও আরেক পরিবারের ৩ জন। তারা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৪০), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০)।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বাড়িটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইনের লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়ে যায়। রাত আড়াইটার দিকে হয়তো মশার কয়েল থেকে আগুন ধরেছে কিংবা বিদ্যুৎ সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।